• Uncategorized

    সিলেটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল পালন

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ১১:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

     

    ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সারাদেশের মতো সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারী মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশেরশ রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতা বিরোধীদের নিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করেছিল বিএনপি। বঙ্গবন্ধু কন্যা জনগনকে নিয়ে আন্দোলনের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনেন।বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।বাংলাদেশের এখন বিশ্বের রোল মডেল।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা খোকন কুমার দত্ত, উপদেষ্টা ফারুক আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ , শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন) কোষাধক্ষ্য শমশের জামাল, উপদপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন, প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন চেয়ারম্যান,সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া,বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম,এডভোকেট নূরে আলম সিরাজী,কামাল আহমদ, মো. আব্দুল বারী, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, হাজী আবু লেইস চৌধুরী, গোলাপ মিয়া,সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুল ইসলাম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, ও মাধুরী গুন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ,সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

    উল্লেখ্য: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক তরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি। ঐ নির্বাচনে তাদের সহায়তা করে ফ্রিডম পার্টি। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। ঐ নির্বাচনের পর সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন। আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তুমুল আন্দোলনের মুখে ৩০ মার্চ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। এরপর হতে ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ