প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ২:৩৩:০০ প্রিন্ট সংস্করণ
আগামী ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ পূর্তি ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীন দেশের শুভ জন্মদিন পালন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার ১৫ মার্চ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় উৎসাহ-উদ্দিপনার সাথে শান্তিপূর্ণভাবে ১৭ মার্চ ও ২৬ মার্চ পালনের লক্ষ্যে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
এসময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত দে রণ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, ভেটেরিনারি সার্জন শামীমা সুলতানা, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলম, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রুকনুজ্জামান, সাংবাদিক নবীন সোহেল, ফারুক আহমদ, বদরুল ইসলাম মহসিন, মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ইউটেজিক্স, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা এ আর চেরাগ আলী, আরশ আলী গণি, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট প্রমুখ।