• সিলেট বিভাগ

    সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে-চরমোনাই

      প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৯:০০:৪১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    অনেক দিন যাবত সিলেটের সুনামগঞ্জবাশী বন্যার কবলে পড়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে। আর তাদের সেবায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাইনা আজ ২২ জুন বুধবার অসহায় মানুষদের খোঁজ খবর ও সার্বিক সহায়তার জন্য ছুটে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। সিলেটের সুনামগঞ্জে এসে অসহায়দের মাঝে ত্রান বিতরণ করেন নিজেই,পানিতে হেটে হেটে বর্নাট্য ব্যাক্তিদের খোজ খবর ও ত্রাণ বিতরণ করতেও দেখা যায় পীর সাহেব চরমোনাইকে। যা এ পর্যন্ত কোন রাজনৈতিক দলের প্রধান কে করতে দেখা যায়নি।

    ত্রান বিতরণের পুর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, শত করা ৯২% মুসলমানদের দেশে সরকার পাঠ্য পুস্তক থেকে ইসলামী শিক্ষাকে বাদ দেয়ার চক্রান্ত করতেছে। শুধু তাইনা মদের আইন পাশ করার চক্রান্ত সহ বিভিন্ন অশ্লীল কাজ করার পায়তারা করতেছে,যা বাংলাদেশের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। যার কারনেই আল্লাহ অসন্তুষ্টি হয়ে গজব নাযিল করেছে বলে দাবী করেন পীর সাহেব চরমোনাই।সুতারং এ গজব থেকে মুক্তি পেতে হলে খাটি তওবার বিকল্প নেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ