প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৩:৪২:২৬ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের এক ঘন্টার মধ্যেই ধর্ষক মোঃ শাকিলকে (১৫) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক শাকিল চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের পানু মিয়ার ছেলে। তারা ধলেশ্বরী নদীর ভাসমান বেঁদে।
পুলিশ ও স্থানীয়রা জানান,বিকেলে শিশুটি নিজ বাড়ির পাশে বান্ধবীদের সাথে খেলা করছিল এ সময় বেঁদে পরিবারের লম্পট ধর্ষক শাকিল শিশুটিকে ফুসলিয়ে বাড়ীর পাশে জঙ্গল নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির এক বান্ধবী বাড়ীতে খবর দিলে কিছুক্ষন পরেই এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশ দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। আহত অবস্থায় চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ কেএম মিজান বলেন, এবিষয়ে শিশুটির বাবা একটি লিখিত অভিযোগ করেছে অভিযোগর প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।