প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৫:১৫:১৮ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখানে রঙ্গমালা পাগলনীর ১৫তম বার্ষিক উরশ অনুষ্ঠিত মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা রঙমালা পাগলনীর ১৫তম বার্ষিকী উরশ মোবারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ জানুয়ারী দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে মাজার প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন এর সভাপতিত্বে মো: মোসারফ হোসেন সেন্টু মেম্বারের পরিচালনায় এই উরশ মোবারক পালিত হয়।
পরে তোবারক বিতরণ ও রাতব্যাপী বিচার গান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পীগন বিচার গান পরিবেন করেন। মা রঙমালা পাগলনী বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জননী হওয়ার পর স্বামী মারা যায়। প্রায় ৬০ বছর ধরে পাগল অবস্থায় ৯৬ বছর বয়সে ২০০৬ সালের ২৯ জানুয়ারী রোববার ইন্তেকাল করেন। তিনি তার জীবনদর্শায় অনেক অলৌকিক ঘটনার নিদর্শন রেখে যায়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী বাসাইল ইউপি চেয়ারম্যান বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।