প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২৪:১৫ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমনের সভাপতিত্বে ৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় শনিবার উপজেলার রাজানগর ইউনিয়নের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আব্দুল বাতেন খান শামীমের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,সাধারণ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সিরাজদিখান যুবদলের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ভূইয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জে.আই চৌধুরী লিটন, সাধারন সম্পাদক ওমর ফারুক রিগ্যন,কেয়াইন ইউনিয়নের সভাপতি নাছিম খান,বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক এ.কে.এম মাহমুদ হাসান, রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম ফয়সাল, মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের ১নং সহ সাংগঠনিক সম্পাদক শামীম হাসান, থানা ছাত্রদলের ১ম যুগ্ন-আহব্বায়ক সাব্বির মৃধা প্রমুখ।