প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ১:০৮:৪৩ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখান র্যাব ১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ২৪শে মার্চ সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কলেজগেট থেকে ৩৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.রফিক নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মো.রফিক জেলার শ্রীনগর থানার পূর্ব কামারগাও গ্রামের মৃত আলী হোসেনের পুত্র ।
র্যাব -১১ সিপিসি-১ মুন্সীগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি: সহ-কারী পুলিশ সুপার মো. আবু সালেহ বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রফিকের দেহ তল্লাশী চালিয়ে ৩৭৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । তার বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে এবং আসামীকে বুধবার দিবাগত রাত ২ টার সময় সিরাজদিখান থানায় সোপর্দ করা হয়েছে ।