সিরাজদিখানে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম ও এডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, আইওএম এর বাস্তবায়নে, ব্র্যাকের অংশীদারিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালনায় বাস্তায়িত হচ্ছে ।
মঙ্গলবার বেলা ১১টায় সিরাজদিখান রংধনু রেস্টুরেন্ট সম্মেলন কক্ষে সিরাজদিখান মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি আব্দুস সালাম মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত দাস রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর প্রত্যাশা প্রকল্পের কাউন্সেলর আনন্দ মোহন বর্মন সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন, ব্র্যাক মাআগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার শারমিন আক্তার শীলা । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটির সদস্য আক্তারুজ্জামান দুলু, হাজী মোতাহার হোসেন,শেফালী বেগম,ভালোবাসা রাজবংশী, সাংবাদিক গোপাল দাস হৃদয়, মোঃ রমজান,মেহের আলী মেম্বার,মায়া রানী, জিন্নাতুননেছা প্রমুখ। বক্তারা বলেন, বিদেশে যাবার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে, নিয়ম মেনে ও আইনকানুন সম্পর্কে জেনে, বৈধ উপায়ে পাসপোর্ট করে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস হতে নিরাপদ অভিভাসন সংক্রান্ত তথ্য জেনে বিদেশে যেতে হবে। এবং সকল সদস্যরা গ্রামের সাধারণ নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য পেতে সহায়তা করা। সংগঠনটিকে নিবন্ধন করতে হবে। নির্বাচিত মাইগ্রেশন পোরাম সদস্যদের সমন্বয়ে কমিটির বেইজড অর্গানাইজেশন(সিবিও) রেজিস্ট্রেশন বিষয় ও আগামীতে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.