প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ২:৪৫:৪৭ প্রিন্ট সংস্করণ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিন মিনিটের সাজানো একটি বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইল আদালতে রায়ের প্রতিবাদে চায়ের আড্ডায় সাজানো এ বিক্ষোভের নেতৃত্ব দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ। শনিবার ৬ জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী মোড়ে কোন প্রকার আয়োজন ছাড়াই ১৫-২০ জনের একটি দল তিন মিনিট সময় ধরে বিক্ষোভ মিছিলের নাটক সাজানো হয় বলে গোয়ালবাড়ী মোড় সংলগ্ন সন্তোষপাড়া গ্রামের বাসিন্দা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গোয়ালবাড়ী মোড়ে অবস্থিত বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দোকানীর সাথে কথা বলে জানাগেছে।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা আসরাফ হোসেন ঝন্টু, ইমতিয়াজ নবী, কবির হোসেন, মনির হোসেন পিন্টু, এ আর মানিক,মেহেদী হাসান হীরা, গুলজার হোসেন মোঃ সোহেল, মেহেদী হাসান সজল, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য দিলবার হোসেন, মোঃ মিন্টু উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, আনু আহমেদ,নজরুল, আতিয়ার রহমান উপজেলা ছাত্রদল সদস্য সচিব রায়হায় মৌসুম, জেলা ছাত্র সহ- সম্পাদক আবির হোসেন, কে বি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহবায়ক জিতু হাওলাদার ও নাজমুল ইসলাম সাজানো ওই বিক্ষোভে অংশ নিতে শোনা গেছে। এছাড়া গোয়ালবাড়ী মোড়ে অবস্থিত অনেক দোকানী এমন কোন বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সকালে হঠাৎ করে কয়েকজন লোক এসে একটি ব্যানার হাতে নিয়ে ২-৩ মিনিটের মত সময়ের মত হাতে ধরে কিছুদূর হাটলো। কয়েকজন ছবি তুললো। এতটুকুই আমি দেখেছি।