• Uncategorized

    সিরাজদিখানে বর্ণিল আয়োজনে অগ্নিবীনা ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও পূনমিলনী উদযাপন

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    সময়ের বহমানতায় প্রতিষ্ঠার ১৯ বছরে পদার্পণ করল মুন্সীগঞ্জে সিরাজদিখান অগ্নিবীনা ললিতকলা একাডেমি। সেই উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে সরকারি বিক্রমপুর কে. বি.কলেজের আঙিনায় বয়ে যায় প্রাণের উচ্ছ্বাস। প্রতিষ্ঠাবার্ষিকী ও পূনর্মিলনী উদযাপনের আয়োজনে বর্ণময় হয়ে ওঠে সরকারি বিক্রমপুর কে. বি.কলেজের প্রাঙ্গণ। দিনব্যাপী শিল্পীদের ক্যানভাস রাঙানো ক্যাম্প, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, নাচ-গান ও আবৃত্তি প্রতিযোগিতায় বহুমাত্রিক রূপ পায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। দিনের প্রথমভাগের জাতীয় পতাকা ও একাডেমির পতাকা উত্তোলনে পর র‌্যালী শেষে শুরুহয় কার্যক্রম। এরপর একাডেমির বর্তমান ও সাবেক দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ১১৪ জন শিল্পী। বসন্ত সন্ধ্যার সরকারি বিক্রমপুর কে. বি.কলেজের মঞ্চে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানের সূচনাতেই ছিল স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠান। প্রাণবন্ত এ আয়োজনে ্র প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। একাডেমির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। শিল্পকলা একাডেমির অতীত ও বর্তমান কর্মকান্ডের নানা দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সনদ প্রাপ্ত ছাত্র এস এম আতিকুর রহমান(শামীম)। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সরকারী বিক্রমপুর কে.বি.কলেজের প্রভাষক মোঃ এজাজ হোসেন খান। বাসন্তী সকালে একঝাঁক রঙিন বেলুন আকাশে উড়িয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জাম্মান রাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,সরকারি কে.বি.ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সামসুল হক হাওলাদার, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,সিরাজদিখান উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সুমন মিয়া প্রমুখ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন আয়েশা,শীতল,প্রান্তিক,শিফাত,কাউসার,গোবিন্দ। দলীয় সঙ্গীত পরিবেশন করে মুসতারিন আহম্মেদ শীতল,ফারজানা বিনতে ইসলাম(সৃষ্টি),শুচিতা মুদী,তৃষা দে,সৌরভ দে,গোবিন্দ মৃধা প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ