মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“ ভালোর সাথে আলোর পথে ” এশ্লোগান নিয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার অরাজনৈতিক সংগঠন ইছামতি সমবায় সমতি।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ইছামতি সমবায় সমতির কার্যালয় থেকে সুবিধাবঞ্চিত অসহায় ১৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ১কেজি পোলাওচাল,১কেজি সোয়াবিন তেল,১কেজি চিনি,সেমাই বিতরণ করা হয়।
ইছামতি সমবায় সমতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সাবেক সভাপতি আলী নেওয়াজ,সাবেক সাধারণ সম্পাদক তৈহীদ খান সম্রাট, কোষাধ্যক্ষ শরিফ মুনসুর সহ সমতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
উল্লেক্ষ ইছামতি সমবায় সমতির পক্ষ থেকে প্রতিবছর ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়ও বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে লকডাউনের সময় কর্মহীন অসহায় মানুষের মাঝে তারা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.