প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ১:৫৬:০৩ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলতাফ হোসেন আলতু নামে অস্ত্র ও হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বালুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার কর হয়। সে উপজেলার মোল্লাকান্দি বালুচর গ্রামের মৃত ধলু মিয়া কসাইয়ে ছেলে।
গতকাল রবিবার পুলিশ প্রহরায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে একটি অস্ত্র মাললা রয়েছে। যার নং-৩। ওই মামলায় সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামী আলোচিত তকবির হত্যা মামলার এজাহাভূক্ত আসামী।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস,এম জালাল উদ্দীন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে স্বক্ষম হই। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।