প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৫:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখানের মোল্লাকান্দী বালুচর যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল
মুন্সিগঞ্জ সিরাজদিখানে মোল্লাকান্দী বালুচর যুব সমাজের উদ্যোগে ১৪ তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ জানুয়ারী বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামে মোল্লাবাড়ি নাসির মেম্বারের বাড়িতে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হোসেন আলী মাষ্টার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব আব্বাসী মঞ্জিল, জৈনপুর দরবার শরিফ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে নসীতপুর্ন বয়ান করেন হজরত মাওলানা মুফতী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীরজাদা জৈনপুর দরবার শরিফ। আরো বক্তব্য রাখেন হজরত মাওলানা মুফতী রুহুল আমিন মুহতামিম সিপাহিপাড়া মাদরাসা মহাসচিব মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ বেফাক বোর্ড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুবকর সিদ্দিক।