মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সোমবার (২১ আগস্ট) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম। তিনি বলেন, মো: বাবু মণ্ডল উল্লাপাড়া উপজেলার মণ্ডলজানি গ্রাম এলাকার সঙ্ঘবদ্ধ সুদ ব্যবসায়ী। তারা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে ওই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করে। তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি। সম্প্রতি ওই সংঘবদ্ধ সুদ ব্যবসায়ীরা সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
এ পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়। এদিকে প্রতিবাদে এলাকার লোকজন সুদ ব্যবসায়ী আব্দুর রহমান, তার ভাই বাবু মণ্ডল ও তাদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। ঘটনাটি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ২০২৩ তারিখ র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মণ্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড় থেকে মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি মো: বাবু মণ্ডলকে (৩২) আটক করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.