মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রবিবার(১৫ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে কলেজ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীগণ। শিক্ষার্থীরা শোভাযাত্রায় কুলা, মাথাইল, পুতুল, লাঙন, জোয়াল, হুকা, চালুনসহ বাঙালির নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে অংশ নেন। মেয়েরা নানা বর্ণের শাড়ী পরে অংশ নেন। শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। তিনি জানান, বাঙালির প্রাণের উৎসব হলো ১ বৈশাখ। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত এই কলেজে আমরা প্রতিবছরই এই অনুষ্ঠান পালন করি। এ সময় বক্তব্য রাখেন প্রভাষক শিবু চন্দ্র অধিকারী (ইতিহাস বিভাগ) ও প্রভাষক হাবিবুর রহমান (অর্থনীতি বিভাগ) বক্তাগন বলেন, বাঙালির হাজার বছরের চেতনাকে ধারণ করেই আমরা নানা উপচারে সমৃদ্ধ অনুষ্ঠানমালার আয়োজন করি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.