• কৃষি

    সিরাজগঞ্জ বিভিন্ন জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৮:০৪:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, পুকুর ও মরা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষায় প্লাবিত সিরাজগঞ্জ সদরের প্রাতিষ্ঠানিক মোট ১৬ টি জলাশয়, পুকুর ও মরা নদীতে ৪২৬.২৩ কেজি মাছ
    শনিবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার জলাশয় ও পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ মৎস্য ভবন রমনা ঢাকা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচী’র উদ্বোধন অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হান্নান মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, রাজশাহী বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন আহমেদ,

    আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক তৌহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক টি.এম. মাইনুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, সিরাজগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম.আব্দুর রাজ্জাক প্রমুখ।

    এ দিনব্যাপী পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমে সার্বিকভাবে দায়িত্বে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সিরাজগঞ্জ সদরের সহকারী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ।
    সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে, জেলা প্রশাসক বাসভবনের পুকুরে, পুলিশ লাইন পুকুরে, সিরাজগঞ্জ সরকারি কলেজ পুকুরে, আনসার-ভিডিপি পুকুরে, জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পুকুরে, শিমলা খালে, চিলগাছা ব্রীজের পূর্ব পাশ্ববর্তী জলাশয়ে, জয়নগর খালে, ডুমুর ইছা আবাসন প্রকল্পের, ছাতিয়ানতলী আশ্রয়ন প্রকল্পের, বর্ণি আশ্রয়ণ প্রকল্পে, শিয়ালকোল মরা নদীতে পোনামাছ অবমুক্ত করণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ