প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১:০৭:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পাচঁঠাকুরী বাজার এলাকায় বাধের প্রায় ২০ ফুট দূরে যমুনা নদীতে হঠাৎ করে বিশাল আকারের ভাঙ্গন শুরু হয়েছে। ৩১ শে অক্টোবর ২০২২ সোমবার সরেজমিনে ঘটনা স্থালে গিয়ে জানা যায় প্রায় একশটি পরিবারের বসত বাড়ি ঘর নদীর বুকে চলে যায় এবং অনেক দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান ঢোসে গিয়ে নদীতে পড়ে। এ-সময় এলাকার সচেতন সকল জনতা ঝাপিয়ে পড়ে অসহায়দের উদ্ধারের প্রচেষ্টায়। ঘটনা জানার পর ছুটে আসে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন এবং তারা জিওব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করেন। এদিকে স্থানীয়রা বলেন হঠাৎ করে গত দুই দিন ধরে এই এলাকায় ভাঙ্গন ধরে এবং অনেক বাড়ি ঘর ও দোকান পাট মূহুর্তেই নদী গর্ভে চলে যায় এবং বাড়ি ঘর গাছপালা টয়লেট ও রান্নার চুলা সহ কোন কিছুই ধরে রাখতে পারিনি আমরা। ভাঙ্গনটা প্রায় তিনশ ফুট এলাকা জুড়ে বলে জানিয়েছেন এলাকাবাসি। পরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদের পাশে দাঁড়ায় এবং মাঝে মধ্যেই এই এলাকায় ভাঙ্গন ধরে আমরা ভয়াবহ এই ভাঁঙ্গন রোধে সরকারি শক্ত পদক্ষেপ কামনা করি।