• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে ৯২৫ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৭:৪০:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জে ৯২৫ গ্রাম হেরোইন রাখার দায়ে মেহেদী হাসান সিকান্দার (৪৪) নামে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া মামলার অপর অভিযুক্ত রকিবুল ইসলাম বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান সিকান্দার ফরিদপুর জেলার মধুখালী থানার বাঘাট গ্রামের মোত্তালেব হোসেন আবুর ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াচ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী হানিফ এক্সক্লুসিভ পরিবহণে তল্লাশি চালিয়ে ৯২৫ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার মেহেদী হাসান সিকান্দারকে আটক করা হয়।

    তাকে জিজ্ঞাসাবাদে হানিফ পরিবহণের কুষ্টিয়া কাউন্টার রকিবুল ইসলাম বাবু এই হেরোইন ব্যবসায় জড়িত উল্লেখ করেন।
    পরে কুষ্টিয়া থেকে তাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসান সিকান্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রকিবুল ইসলাম বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ