প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ১:১৫:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে র্যাব-১২’র অভিযানে ২৯ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বুধবার( ৯ফেব্রয়ারী) বিকেল ৪টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চৈত্রহাটি গ্রামস্থ সুতাহাটি বাজারের ২০০ গজ পূর্বে পুকুরের পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯লিটার দেশীয় চোলাই মদসহ সলঙ্গা থানার ক্ষুদ্র শিমলা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে নূর হোসেন নুরু(৬৫) কে আটক করা হয়েছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।