মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জে প্রতিনিধি:
সিরাজগঞ্জে মহান বিজয়ের মাসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলার বীর-নারী মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা, সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এমপি জয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে অনবদ্য অবদান রেখেছিলেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি অনুপ্রেরণা, ভালোবাসা, শক্তি ও সাহস দিয়ে বঙ্গবন্ধুকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। তারি বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশে।
১২ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম হলে, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে, সভাপতিত্বে করেন সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না। সঞ্চালনা করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার জাতীয় সংসদ এডভোকেট শাসুল হক টুকু (এমপি), বিশেষ আলোচক মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -২ হাবিবে মিল্লাত মুন্না, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ কাজিপুর , বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্বোদক শেখ শাহ-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ -৩, সংসদ সদস্য তানভীর ইমাম সিরাজগঞ্জ -৪, সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামিলীগের নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা (এমপি), সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি কে, এম, হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স আবু ইউসুফ সুর্য,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় ১৫জন বীর-নারী মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা হিসেবে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার নেত্রীবৃন্দ সহ উপজেলার শাখার নেত্রী বৃন্দ ও সদস্য গণ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.