প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৪:৪৮:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ৮ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় জহুরুল ইসলাম (৫৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই বাজারের ফুটপাতে দোকান পাড়াকে কেন্দ্র করে একই এলাকার চক মিরাখোর গ্রামের আসাদুল ও ঘোড়াচরা গ্রামের কসমেটিক দোকানদার রুবেলের সাথে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং ওইদিন রাতে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এরই জের ধরে সোমবার সকালে ঘোড়াচরা গ্রামের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায় এবং ৮/১০ বাড়িঘর ভাচুর করে। এতে নারীসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন