• জনপদ

    সিরাজগঞ্জে চালকলে বয়লার বিস্ফোরণে আহত-২,নিহত-১

      প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৮:২৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

     

    সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলে ধান সেদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে ফজল আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শ্রমিক। শুক্রবার (৩ মে) ভোরে মেসার্স আজাহার চালকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ফজল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে। আহত শ্রমিকরা হলেন: উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল শেখ (২৬) এবং কর্ণসূতি পশ্চিম পাড়ার মৃত সুরুত মণ্ডলের ছেলে জিন্নাহ মণ্ডল (৩০)।

    আহত শ্রমিক জহুরুল শেখ জানান, ধান সেদ্ধ করার একপর্যায়ে শুক্রবার ভোরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে আমিসহ ফজল ও জিন্নাহ আহত হয়। আমি আর জিন্নাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসি। তবে ফজলের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহত ফজলের ভাই আসলাম হোসেন জানান, মেসার্স আজাহার চালকলে ধান সেদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে ফজল গুরুতর আহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ