মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কল্পনা বেকারিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেকারির রুটি তৈরির ময়দার সাথে কাঠের গুড়ার মিশ্রণ পাওয়ার অভিযোগে বেকারির মালিককে বিশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার হোসেনপুর ও বড় বাজারে অভিযান পরিচালনাকালে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। একই সময় বনলতা সুইটস কে কেকের সেলফে ময়লার আস্তরণ থাকার দায়ে দশ হাজারসহ আরও দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরপর দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সংবাদ প্রকাশকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জেলা সদর উপজেলার বড় বাজার ও হোসেনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.