• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৩:২৮:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

    সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ