• আইন ও আদালত

    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ তারিকুল গ্রেফতার

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ২:১১:৪৩ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না; নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ তরিকুল ইসলাম (২৪)। র‌্যাব-১১ সদস্যরা এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬’শ টাকা জব্দ করে। রবিবার বিকেল সোয়া ৪টায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পরিবহন চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছে। এ চাঁদাবাজ চক্রটি চলাচলরত প্রাইভেটকার প্রতি মাসিক ৮’শ টাকা, পিকআপ প্রতি মাসিক ৯’শ টাকা ও সিএনজি প্রতি দৈনিক ১’শ টাকা চাঁদা আদায় করে আসছিলো।
    এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‍্যাব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ