এস.কে মাসুদ রানাঃ-
সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা বাইতুন নুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ এলাহী নেওয়াজ তালুতদারের বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লাস্থ তার নিজ বাড়িতে এ ঘটনাটিঘটে বলে জানিয়েছেন। এ ঘটনায় এলাকার মুসুল্লীদের মধ্যে চরম উত্তেজনা ও চাপা ক্ষোভবিরাজ করছে। এলাহী নেওয়াজ তালুকদার একই সাথে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলএন্ড কলেজের উপদেষ্টা কমিটির সদস্য। তার বিরুদ্ধে এর আগেও বলাৎকারের অভিযোগেমামলা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে এলাহী নেওয়াজ তার ঘরেরসিলিং ফ্যান বিকল হয়ে গেছে এমন অজুহাতে ইলেক্ট্রিক মিস্ত্রী আনোয়ারকেমোবাইলে কল করে ফ্যানটি ঠিক কওে দেওয়ার জন্য অনুরোধ করে। পরে ইলেক্ট্রিক মিস্ত্রীআনোয়ার তার হেলপার ফুফাতো ভাই (১৬) কে এলাহী নেওয়াজের বাড়িতে পাঠায়। এসময় আনোয়ারের হেলপার ফুফাতো ভাই ফ্যান ঠিক করে ফিরে আসার সময় এলাহী নেওয়াজ তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে এবং দামী মোবাইল ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে জোর করে বলাৎকারের চেষ্টা করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে একটিপক্ষ এলাহী নেওয়াজ তালুকদারের পক্ষ নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে হুমকী ধমকী দিয়ে রাতের আধারে ঐ ছেলের পরিবারকে দেশের বাড়ি শরিয়তপুরে পাঠিয়ে দেয়।এলাকাবাসী আরো জানায়, এর আগেও বলাৎকারের অভিযোগ এনে এলাহী নেওয়াজ তালুতদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো এক যুবক। পরে এলাহী নেওয়াজ তালুতদারউচ্চ আদালত থেকে ঐ মামলার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আদেশ আনেন। বর্তমানে ঐমামলা স্থগিত রয়েছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীদের মধ্যে চরমউত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।এবিষয়ে বক্তব্যের জন্য এলাহী নেওয়াজ তালুতদারের সাথে (০১৬৭৬৬৫৫২৪১) মুঠো ফোন নাম্বরে কল করলে সাংবাদিক পরিচয় জেনে তিনি ব্যাস্ত আছেন বলে কল কেটে দেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.