• রাজশাহী বিভাগ

    সিংড়া কালিগঞ্জ বাজারে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

      প্রতিনিধি ২৭ জুন ২০২২ , ১২:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

    সিংড়ায় সোনালী ব্যাংক শাখার অধীনে কালিগঞ্জ বাজারে আউটলেট (এজেন্ট ব্যাংকিং) এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার বিকাল তিন ঘটিকায় উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজার এলাকায় এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংক সিংড়া শাখার ম্যানেজার মীর শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ।

    সোনালী ব্যাংকের এজেন্ট লাবিব এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী আব্দুল ওহাব বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ প্রিন্সিপাল অফিস নাটোর, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাঃ মতিউর রহমান প্রিন্সিপাল অফিস নাটোর, ১১নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আলী। যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান পল্লব, সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সাথে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ