• রাজশাহী বিভাগ

    সিংড়ায় পুকুরের মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

      প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৬:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    নাটোরের সিংড়ায় সরকারি পুকুরের পানিতে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোমবার সকাল আনুমানিক ৮.১৫ মিনিটে মোঃ সাইদুল ইসলাম (১৮) নামে একজন কলেজ ছাত্র মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি পুকুর টি উপজেলার বিনগ্রাম হাইস্কুল এর পাশে, পুকুর টি একই গ্রামের মোঃ জাকির হোসেন পিতা আসগর সে লিজ নিয়েছিল। চারপাশে বিদ্যুৎ সরবরাহের তার, গুনা দিয়ে রাখা হয়েছিল। পুকুরের পানিতে পড়ে থাকা মরা মাছ সাইদুল ইসলাম তুলতে গিয়ে বিদ্যুৎ যুক্ত গুনাতে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

    সাইদুল ইসলাম উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম দক্ষিণ পাড়ার মোঃ মোস্তফা ছেলে,সে বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের ছাত্র। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)নুরে -এ – আলম বলেন বিষয় টি আমার জানা ছিলো না।আমি বাহিরে আছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ