প্রতিনিধি ২৪ মে ২০২২ , ৭:৩২:০২ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ ছাত্রী মোছাঃ আলেয়া খাতুন ওরফে আলো গোলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছে, জানা যায় নিহত আলেয়া খাতুন বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে। পরে আলেয়া খাতুন ওরফে আলোর ঝুলন্ত লাশটি পুলিশ উদ্ধার করেছে।