• জাতীয়

    সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৮:৪০:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধি:

    নাটোরের সিংড়ায় সোমবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল আল কাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সিংড়া উপজেলা শাখা’র ভারপ্রাপ্ত আয়হব্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুদীর্ঘ বছর পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের। কিন্তু অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ সিংড়ার অধিকাংশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের মাথায় বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মামলা তারপরেও কখনোই কাউকে এক বিন্দু দমাতে পারেনি অবৈধ হাসিনা সরকার।

    অবশেষে আজ বাংলাদেশের প্রতিটি স্থানে বইছে প্রশান্তির হাওয়া, দেশ মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আয়হব্বায়ক ও ২নং ডাহিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, ৪নং কলম ইউপি সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির যুগ্নআয়হব্বায়ক এ্যড. সামিস হোসেন,পৌর বিএনপির যুগ্ন আয়হব্বায়ক শাখাওয়াত হোসেন শাখা উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু,উপজেলা বিএনপির সদস্য আব্দুল আলিম খাজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ররিক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বয়ক সাইফুল ইসলাম পৌরস্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ন আয়হব্বায়ক হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদলের আয়হব্বায়ক সাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আয়হব্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ