মোস্তফা প্রামানিক-নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় স্বর্ণকার পট্রিতে আগুন লেগে ৮ টি দোকান ভস্মিভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাত আড়াইটায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত শুরু হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস এসে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিংড়া পৌরসভার সিংড়া বাজার এলাকায় রাত ২.৩০ মিনিটে লোকনাথ জুয়েলার্স থেকে আগুনের সুত্রপাত শুরু হয়। পরে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে এতে নবীন সুপার মার্কেটের ৮ টি দোকান পুড়ে প্রায় ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো।
সরকার জুয়েলার্স - ৮ লক্ষ ইসলাম স্টোর -১২ লক্ষ টাকা, লোকনাথ জুয়েলার্স - বরুন ৮ লক্ষ টাকা, জয়গুরু জুয়েলার্স- ১০ লক্ষ, গৌরি জুয়েলার্স- ১ লক্ষ টাকা,
জহুরুল দরির আড়ৎ - ৩ লক্ষ, রেজাউল করি ইলেকট্রনিকস -৩ লক্ষ , গীতাশ্রী জুয়েলার্স- ৩ লক্ষ সহ ৮ টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত এবং আংশিক আরো ৪/৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কেট মালিক।
নবীন সুপার মার্কেট মালিক মামুনুর রশীদ তার ২ টি দোকান ও আব্দুল মমিনের ৪ টি দোকান, তোফাজ্জল ২ টি দোকান সহ আংশিক দোকান রয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.