মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধি:
অদ্য ইংরেজি-৩১/০৮/২০২৪ তারিখ রাত্রি অনুমান-০১.০০ ঘটিকার সময়
১। রবিন কুন্ডু (৩৩),
পিতা-মৃত শ্যামপদ কুন্ডু
২। তপন কুমার হালদার (৩২)
পিতা-মৃত জিতেন হালদার
উভয় সাং হাট সিংড়া, থানা সিংড়া জেলা নাটোর দয়কে ধারালো হাসুয়া কুপিয়ে রক্তাক্ত জখম করে তপন কুন্ডের পেটে প্রায়-১২/১৪ সেন্টিমিটার কেটে পেটের নারী ভুঁড়ি বের হয়ে যায় এবং ডান হাতে প্রায় ১০ সেন্টিমিটার কাটা গুরুতর রক্তাক্ত জখম হয়।
রবিন কুন্ডের মাথার ডান পাশে প্রায় ১০ সেন্টিমিটার ও ডান হাতে প্রায় ৬ সেন্টিমিটার কাটা গুরুতর রক্তাক্ত জখম হয় রবিন কুন্ডের মাথার হার কেটে গেছে মর্মে ডাক্তার জানান।
দোকানের অন্য কর্মচারী সঞ্জয় হাওলাদার এর সঙ্গে কথা বলে জানা যায় তপন হাওলাদারের সিংড়া বাজারে মুশারিপট্টি চলনবিল প্রিমিয়াম মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী
সুপ্ত কুমার পাল ওরফে সুদেব (২৬),
পিতা-সুনীল কুমার পাল
সাং দশগ্রাম,থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া, কর্মচারী হিসাবে কাজ করতো, উক্ত দোকান মিষ্টির দোকানে কাজ করার সময় সুপ্ত কুমার পাল দোকান থেকে-২০০০০০/(দুই লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়
পরবর্তীতে কৌশল করে গতকাল সুপ্ত কুমার পাল ও তার পিতা সুদেব পালকে সিংড়ায় ডেকে নিয়ে এসে কথাবার্তা বলে অদ্য ইংরেজি-০১/০৯/২০২৪ তারিখে টাকা দেওয়ার কথা বলে উক্ত পিতা পুত্রদয়কে তপন হাওলাদার বাড়ির দোতালায় একটি কক্ষের মধ্যে রাখে ওই কক্ষের মধ্যে, রবিন কুন্ডু,তপন হাওলাদার কর্মচারী সঞ্জয় এবং সুপ্ত ওরফে সুদেব এবং সুপ্ত এর পিতা সুনীল ছিল রবিন ও তপন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায় তখন সুপ্ত ধারালো হাসুয়া দিয়ে তপনকে উপর্যুপরি কোপানো শুরু করে তপনের পেট কেটে ভুরি বের হয়ে যায় এবং ডান হাতে কাটা রক্তাক্ত জখম হয়।
রবিন কুন্ডু তপনকে আগাইতে গেলে রবিন কুন্ডের মাথার ডান পাশে এবং ডান হাতে হারালো হাসুয়র কোপ লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে তপনের বাসা হইতে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করেন তপন হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক মর্মে কর্তব্যরত চিকিৎসক জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.