প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ১০:৩৩:২০ প্রিন্ট সংস্করণ
মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া হাট এলাকায় সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সিংড়া গোল- ই- আফরোজ কলেজ রোডে মোছাঃ নাসিমা বেগম (৪৮) নামে এক গৃহবধুর ১লক্ষ ৩১ হাজার টাকা ব্যাগের চেন খুলে ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারী চক্রের সদস্য ১।মোছাঃ দুলালী বেগম,স্বামী মোঃ লোকমান আলী, ২।মোছাঃ মোছাঃ শিল্পী বেগম (৪৫)স্বামী হীরা, উভয় সাং উত্তর চেলোপাড়া,থানা ও জেলা বগুড়া সদর সহ অজ্ঞাত নামা ৪জন গতকাল বুধবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গৃহবধু নাসিমার ছেলে আব্দুল আলিম (সৌদি প্রবাসী) সে তাহার মায়ের একাউন্টে টাকা পাঠানোর পরে গৃহবধু নাসিমা বেগম ও তাহার মেয়ে আঞ্জুয়ারা বেগম স্বামী বেলাল উদ্দিনসহ সিংড়া সোনালী ব্যাংক এ টাকা তুলতে যায়। পরে টাকা তুলে বাড়ি ফেরার পথে এঘটনা ঘটে। ওই গৃহবধু টের পেয়ে তার চিৎকার করতে থাকলে ওই নারী ছিনতাইকারী অন্যদের হাতে টাকা দিয়ে দিলে তারা টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন পুলিশ কে জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুলালীকে আটক করে থানায় নিয়ে যায়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।