প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৬:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ
মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ
সিংড়া উপজেলা ডাহিয়া ইউনিয়নের একশিং গ্রামের মোঃ বাচ্চু প্রাং এর ছেলের মোঃ শাহীন আলী (৩২) আজ আনুমানিক ২ টার সময় বজ্রপাতে তার প্রায় আড়াই লক্ষ টাকা দামের তিনটি গরু মারা গেছে। এবং তার ছেলে স্বাধীন (১২) আহত হয় । শাহীন আলী তার ছেলেকে তাক্ষণিক সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস এ নিয়ে যান।
শাহীন আলী একশিং গ্রামে একটি চা স্টল দিয়ে তার পরিবারের দায়িত্ব পালন করে আসছেন। মহান আল্লাহ পাক তার পরিবারের মানুষদের ধর্য্য ধারণ করার তৈফিক দান করুক। সিংড়া উপজেলার প্রাণীসম্পদ অফিস, ও আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।