প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১১:১৭:২১ প্রিন্ট সংস্করণ
মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ ৫০হাজার টাকার মাছ মারা গেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানা যায়, উপজেলার ১১নং ছাতার দিঘী ইউনিয়নের খন্দকার বড়বড়িয়া গ্রামে পুকুরে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত।
রবিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। ভোরে সব মাছ মরে ভেসে ওঠে।পকুর মালিক ওয়ার্ড মেম্বার মোঃ সানোয়ার পুকুরে এ ঘটনাটি ঘটে। পুকুরের মালিক সানোয়ার জানান,এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। জীবনের মতো আমরা পথে বসে গেলাম। সিংড়া থানা কুসুম্বি কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির আই সি মোঃ নাসির উদ্দিন (মুন্সী) বলেন, মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।