• কৃষি

    সিংড়ায় নতুন জাত ব্রি ধান-৯০ চাষে কৃষকের মুখে এখন সন্তুষ্টির স্পষ্ট আভা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৪:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    সিংড়া উজেলার মাঠে মাঠে এখন নতুন জাত ব্রি ধান-৯০। ছোট চিকন চাল, হালকা সুগন্ধি,কান্ড শক্ত হওয়ায় হেলে পড়েনি। মাত্র ১২০ দিনে আমন মৌসুমে প্রতি বিঘায় ২০ মন ধান। যা মন প্রতি বিক্রয় হচ্ছে ১৬০০-১৮০০ টাকা।
    উপজেলার বিনগ্রাম ঘুরে দেখা গেছে কৃষক জিল্লুর রহমান ২৯ বিঘায় আবাদকৃত জমিতে ব্রি ধান-৯০ চাষ করে তার মুখে এখন সন্তুষ্টির স্পষ্ট আভা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজার মতে সিংড়া উপজেলায় ধানের রাজ্যে নতুন এ জাতটির প্রভাব থাকবে প্রকট।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ