• সাহিত্যে

    সাহিত্য জগতে নতুন মুখ-আসিফ খন্দকার পাভেল

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ২:৫৯:৪৭ প্রিন্ট সংস্করণ

    পুরো নাম আসিফ খন্দকার পাভেল। জন্ম টাংগাইল জেলার কালিহাতী উপজেলায়।পিতার নাম এডভোকেট খন্দকার খালিদ হোসেন।মাতার নাম পারভীন জাহান।

    ★এক নজরে দেখে নেই তার লেখক জীবন:

    *দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন এবং যৌথগ্রন্থে তার অর্ধশতাধিক লেখা প্রকাশিত হয়েছে।

    *সম্পাদনা করেছেন তিনটি যৌথগ্রন্থ-
    ১.নির্বাচিত কবিতা(কাব্য সংকলন)
    ২.অনুকথার শহর(অনুগল্পের সংকলন)
    ৩.ক্যাম্পাসিয়ানদের কথা(শিক্ষা ক্যাটাগরির বই)

    *তার সম্পাদনায় দুটি ম্যাগাজিন প্রকাশিত হয় –
    ১.প্রতিভা( ষান্মাসিক ম্যাগাজিন)
    ২.কালিহাতীর সাহিত্যাঙ্গন(বাৎসরিক ম্যাগাজিন)

    *ছায়ানীড় স্বাধীনতা স্মারক, ঐকতান সাহিত্য পদক,কবি ফররুখ আহমদ সাহিত্য প্রতিযোগিতায় প্রবন্ধ ক্যাটাগরিতে সারাদেশে প্রথম স্থান, Bangabandhu literature award 2022, খুলনা শিপইয়ার্ড এর ম্যানেজিং ডিরেক্টরের শুভেচ্ছা স্মারক সহ ত্রিশের অধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

    *শিল্প সাহিত্য নিয়ে কাজ করতে প্রতিষ্ঠা করেছেন প্রতিভা অন্বেষণ শিল্প ও সাহিত্য পরিষদ। এই সংগঠনের মাধ্যমে প্রতিমাসে অনলাইনে এবং মাঝেমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভার সন্ধান করা হয়। লেখালেখির পাশাপাশি তিনি জড়িত আছেন সাংবাদিকতার সাথেও। আলোকিত ৭১ সংবাদ পত্রিকার নিয়োগপ্রাপ্ত সাংবাদিক। এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকতা করেন বিভিন্ন পত্রিকা এবং অনলাইন টিভি চ্যানেলও।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ