• খুলনা বিভাগ

    সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হলো শারদীয় দুর্গাপূজা উৎসব

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৮:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব এর মহাঅষ্টমী পরিদর্শন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুন) তিনি আজ মহাঅষ্টমীতে সদর থানার কেন্দ্রীয় টাউন কালিবাড়ি পূজা মন্ডপে উপস্থিত হলে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু স্বাগত জানান । এরপর কমলাপুর উত্তর ও পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে পরিদর্শনে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস এর সহধর্মিণী মিনতি রাণী বোস পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান। বাধাঘাট সার্বজনীন পূজা মন্ডপে পুলিশ সুপার মহোদয় উপস্থিত হলে অসীম কাপুড়িয়া পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুন কে উত্তরীয় পড়িয়ে দেন।

    এছাড়া তিনি মিতালী সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, রূপগঞ্জ বাজার কালীবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ সহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। এসময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্); মো.দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মীর শরিফুল হক, ডিআইও ১; মো.ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা মো.ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ