• Uncategorized

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতু‌নের মৃত্যুতে বিপিডিএ রংপুর জেলা সভাপতি,র শোক

      প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ২:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন – স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন, এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ ক‌রে‌ছেন বিপিডিএ রংপুর জেলা সভাপতি,

    এক শোকবার্তায় বিপিডিএ জেলা সভাপতি বলেন, সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং আওয়ামীলী‌গের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনী সহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ ও সৎ নারী নেত্রীকে হারালো।

    বিপিডিএ রংপুর সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    আরও খবর

    তারুণ্যের প্রতীক আশিক মাহমুদ (মিতুল)  এর নির্দেশে, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত এক জরুরি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    বৃহত্তর দশগ্রাম রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ২০২১ সনের নতুন কমিটি গঠন সম্পন্ন।

    সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক বাবলুর মৃত্যু।

    সিলেটে করোনা ভাইরাসে ৮ জনের মৃত্যু

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তি কে ৫০ হাজার

                       

    জনপ্রিয় সংবাদ