প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৪:৪৫:৪৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর সাপাহার সীমান্তে ব্যাটালিয়ন (১৬ বিজিবির) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। “বৃক্ষপ্রাণে প্রকৃতি- পরিবেশ, আগামী প্রজন্মের টিকসই বাংলাদেশ” মূল মন্ত্রকে সামনে রেখে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনায় নওগাঁ ব্যাটেলিয়ন ১৬ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি জি এর পরিকল্পনায় সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার পাতাড়ী ইউনিয়নের আদাতলা বিওপি ক্যাম এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১ কোটি গাছ রোপণের এ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বন বিভাগের সাথে সমন্বয়ে ১৬ বিজিবি’র তত্ত্বাবধানে নওগাঁ জেলার ছয়টি উপজেলার নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই, পোরশা,সাপাহার ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং নদীর ভাঙ্গন প্রতিরোধে ১১১ কিলোমিটার নদীর বাঁধ সংলগ্ন স্থানে এক লক্ষ পঞ্চাশ হাজার টি বিভিন্ন জাতের বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
বৃক্ষরোপণ ২০২২ অভিযানে ১৬ বিজিবি কর্তৃক বন বিভাগ, জনপ্রতিনিধি, বিদ্যালয় সমূহ, পাতাড়ী মাদ্রাসা, স্থানীয় জনগণের সমন্বয়ে যৌথ প্রচেষ্টায় পরিবেশ বাঁচিয়ে রাখার এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব টিকশই সীমান্তে রূপান্তরিত হবে বলে বিজিবি মনে করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন বিভীষণ কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আসলাম হোসেন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আদাতলা কোম্পানি কমান্ডার সুবেধার মোঃ নুরুল ইসলাম, বামন পাড়া ক্যাম কমান্ডার নাঃ সুবেদার আইয়ুব আলী, সুন্দরাইল ক্যাম কমান্ডার নাঃ সুবেদার মোহাম্মদ ইয়ারুল ইসলাম, পাতাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরিকুল ইসলাম, পাতাড়ী ডিগ্রী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ সানাউল্লা সহ মাদ্রাসার সকল শিক্ষকগণ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।