সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সাদুল্লাপুরে যৌতুকের দাবীতে ২ সন্তানে জননী স্ত্রী সাহিদা খাতুনকে শারীরিক নির্যাতন করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগির বাবা আব্দুল হামিদ মোল্লা ওরফে আলা মিয়া। ঘটনাটি ঘটেছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশীগজ্ঞ বোয়ালীদহ গ্রামে। থানার অীভযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, বিগত ২০ বছর পূর্বে বোয়ালীদহ গ্রামের মৃত কাদের মন্ডলের পুত্র মিজানুর রহমানের সাথে একই উপজেলার ঢোলভাংগা মাজমপুর গ্রামের আব্দুলহামিদ মন্ডলের কন্যা সাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতিক লোভী মিজানুর রহমান যৌতুকের জন্য স্ত্রী সাহিদাকে নানাভাবে নির্যাতন করাসহ মারপিট করতো এমতাবস্থায় গত ১৯ ডিসেম্বর রাত ৯ ঘটিকার সময় সাহেদার নিকট স্বামী মিজানুর রহমান এক লক্ষ টাকা যৌতুক দাবী করে, দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে মিজানুর সহ তার বাড়ির লোকজন সাহিদা খাতুনকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় সাহিদা খাতুনের ডাকচিৎকারে প্রতিবেশি লোকজন তাকে উদ্ধার করে। এ ব্যাপারে সাহিদার পিতা বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিন করেন। বর্তমানে সাহিদা বেগম স্বামীর বাড়িতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন বলে ভুক্তভোগির পারিবারের লোকজন জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.