প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২ , ৯:০২:২৪ প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে যেকোনো সময় মেধাতালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেয়া সময় অনুযায়ী আগামীকাল শনিবার (১৫ জানুয়ারি) মেধাতালিকা প্রকাশের কথা ছিল। ফল প্রকাশের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানানো হয়েছে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সাত কলেজে ভর্তির বিষয়টি সমন্বয় করতে গিয়ে সাত কলেজের মেধাতালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া আমাদের নিজেদেরও কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। তবে এখন ফল প্রস্তুত আছে। আগামী দু’একদিনের মধ্যে ফল প্রকাশিত হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল আজ সোমবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছক্রমের ফল প্রকাশিত হবে।অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কলেজ ও সাবজেক্ট চয়েজের ফল প্রকাশের পর আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলেজগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পরে ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
গেলো ৫ ডিসেম্বর থেকে সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ও বিষয় পছন্দ কার্যক্রম শুরু হয়েছে। পরে ২০ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষ হয়।
এর আগে, গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।