প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ১২:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ
নাহার ইসলাম সাথী-বিশেষ প্রতিনিধি:
হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন দৈনিক যুগান্তর এনটিভির সাতখিরা জেলা পতিনিধি সুভাষ চৌধুরী চিকিৎসা বাবদ দুই লাখ টাকা দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সাতখিরাজেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল চেকটি অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাড়িতে যেয়ে হস্তন্তর করা হয় এ সময় সাতখিরার পেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুভাষ চৌধুরী স্ত্রী মিনতি চৌধুরী এবং পুএ চন্দন চৌধুরী সহ অনন্যরা উপস্হিত ছিলেন। প্রধান মন্ত্রী পতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুভাষ চৌধুরী।