প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৬:৪৪:২৮ প্রিন্ট সংস্করণ
সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় জীবননগর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন বৃহস্পতিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুমিন লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের মহেশপুর এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, ঊষার সমন্বয়ক মোঃ আলমগীর হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম আর বাবুসহ সাজেদা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,ও আলী হায়দার ও শরিফ