প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৮:৪৪:০২ প্রিন্ট সংস্করণ
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দ্ধায়িত্ব পালনকালে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা ও শাহবাগ থানায় মিথ্যে অভিযোগে আটক রাখার ঘটনাটি সুষ্ঠ ভাবে তদন্তকরে দোষীদের বিরূদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি আমরা দৈনিক আলোকিত ৭১ সংবাদ পরিবার ۔সরকারি আমলারা চুরি করলে সমস্যা নেই কিন্ত সাংবাদিক প্রতিবেদন করলেই সমস্যা? জনগনের টাকা চুরি করে খেতে সমস্যা নাই কিন্ত সাংবাদিক এই বিষয়টি সামনে আনলেই সমস্যা। এটি ধারাবাহিকভাবে চলবে। এইসব কুলাংগার আমলারা জানে সাংবাদিকদের নির্যাতন করলে সমস্যা নেই কারন বিচার হবে না। দুইদিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। পূর্বের ঘটনাগুলোর কোন বিচার হয়নি। আর এই আমলাদের কিছু মানুষ সমর্থন করবে নতুন স্টোরি বানাবে। বিচার পাবে না নির্যাতিত সাংবাদিকরা। বাংলাদেশে সাংবাদিক নির্যাতন চর্চা চলছে। চলবে…সরকারি আমলারা চুরি করলে সমস্যা নেই কিন্ত সাংবাদিক প্রতিবেদন করলেই সমস্যা? জনগনের টাকা চুরি করে খেতে সমস্যা নাই কিন্ত সাংবাদিক এই বিষয়টি সামনে আনলেই সমস্যা। এটি ধারাবাহিকভাবে চলবে। এইসব কুলাংগার আমলারা জানে সাংবাদিকদের নির্যাতন করলে সমস্যা নেই কারন বিচার হবে না। দুইদিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। পূর্বের ঘটনাগুলোর কোন বিচার হয়নি। আর এই আমলাদের কিছু মানুষ সমর্থন করবে নতুন স্টোরি বানাবে। বিচার পাবে না নির্যাতিত সাংবাদিকরা। বাংলাদেশে সাংবাদিক নির্যাতন চর্চা চলছে। চলবে, এর শেষ কোথায় তাই আহ্বান জানাই সকল সাংবাদিক ভাই ও বোনদের আসুন রুখে দেই সকল অপশক্তি