• রাজশাহী বিভাগ

    সাংবাদিক ফজলে লোহানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২১ , ২:৪১:২২ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন

    সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    গতকাল ছিল উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে লোহানীর ৩৬ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৫ সালের ৩০ শে অক্টোবর মৃত্যুবরন করেন। ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগন্জ জেলার কাউলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক, মা ফাতেমা লোহানী কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষক। কাউলিয়া গ্রাম নদী গর্ভে বিলীন হলে আবু লোহানীর বাবা সাখাওয়াত আলী লোহানী উল্লাপাড়ার সোনতলা গ্রামে বসতি স্হাপন করেন। আবু লোহানীর পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান ওরফে আবু লোহানী। আবু লোহানীর দু’ পুত্র প্রখ্যাত জাদরেল চিত্রাভিনেতা ফতেহ লোহানী ও ফজলে লোহানী, এক কন্যা কবি,সাহিত্যিক ও কন্ঠশিল্পী হুসনা বানু খানম তার স্বামী ডাঃ ফজলুল করিম খান। প্রখ্যাত শিক্ষাবিদ মরহুম তোসাদ্দক লোহানী কনিষ্ঠ সহোদর।
    ফজলে লোহানী সিরাজগন্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাশ করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হলেও পরীক্ষায় অংশ নেননি। ১৯৪৭ সালে ঢাকা থেকে পূর্ব বাংলা নামে সাপ্তাহিক পত্রিকা,১৯৪৯ সালে অগত্যা নামে একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন পত্রিকা প্রকাশ করেন। বেশ কিছুদিন দেশে সাংবাদিকতা শেষে যুক্তরাজ্যে চলে যান। সেখানে বিবিসি’তে কাজ করেন। আবার দেশে ফিরে সাংবাদিকতা ও লেখক হিসেবে কাজ শুরু করেন। পেনশন নামে একটি চলচিত্র নির্মান করেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে যদি কিছু মনে না করেন নামে একটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উপস্হাপনা করেন। এক সময়ে ন্যাপ ( ভাসানী) রাজনীতির সাথেও সংশ্লিষ্ট হয়েছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ