• Uncategorized

    সাংবাদিক নিয়োগ চলছে “আলোকিত ৭১ সংবাদ” পত্রিকায়

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৫:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

    সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে “আলোকিত ৭১ সংবাদ” সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন। আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ নিয়েসত্যর অনুসন্ধানী আমরা’ এই প্রতিপত্তকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা “আলোকিত ৭১ সংবাদ” বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনাবলী যা মানুষের দৃষ্টি ও উপলব্ধিতে নাড়া দেয় এরূপ ঘটনা যেমন, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক উন্নয়ন, অপরাধ, দুর্ঘটনা ও অন্যান্য যে কোন আলোচিত বিষয়ের দৃষ্টি নন্দন তথ্য চিত্রসহ সংবাদ পাঠিয়ে সাংবাদিক হিসেবে নিজেকে আত্ম প্রকাশ করুন।

    একঝাক তরুণ ও প্রতিভাবান লেখকদের জনপ্রিয় পত্রিকা “আলোকিত ৭১ সংবাদ” এ আপনাকে স্বাগতম।প্রতি মুহুর্তের খবর মুহুর্তেই কোটি পাঠকের মাঝে পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে একঝাঁক সাহসী তরুণ সংবাদ কর্মী। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ দেশের বাহিরে বিভিন্ন দেশে সংবাদদাতা নিয়োগ দেয়া হচ্ছে। বিদেশের মাটিতে অবস্থানরত লেখা-লেখিতে আগ্রহী যে কোনো বাংলাদেশী প্রবাসী নাগরিক “আলোকিত ৭১ সংবাদ” এর সংবাদদাতা/প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারেন ।

    পদবীসমূহঃ প্রতিটি বিভাগের জন্য ব্যুরো প্রধান, জেলা এবং উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

    যোগ্যতাঃ ১. বিচক্ষণতা, ২. বস্তুনিষ্ঠতা, ৩. অধ্যবসায়, ৪. নিয়মানুবর্তিতা , ৫.দায়বদ্ধতা, ৬. সাহসিকতা, ৭. বন্ধুত্বপূর্ন ব্যক্তিত্ব, ৮.সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা, ৯. যোগাযোগ, ১০. ব্যবহার/আচরন।

    শিক্ষাগত যোগ্যতাঃ
    উপজেলা প্রতিনিধি : H.S.C. পাস।
    জেলা প্রতিনিধি: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

    নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সুবিধাঃ
    ১/“আলোকিত ৭১ সংবাদ” পত্রিকার আইডি কার্ড এবং নিয়োগ পত্র প্রদান করা হবে।
    ২/ সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা সার্বিক সাহায্যে এগিয়ে আসবে।
    ৩/ পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।                                            ৪/ বিজ্ঞাপনের ৬০% প্রদান করা হবে এছাড়া ও রয়েছে মাসিক নিউজ টার্গেট কমিশন।
    ৫/ প্রত্যেক মাসে সেরা দশ সংবাদদাতা পাবে আকর্ষনীয় উপহার সমূহ।
    ৬/ অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

    সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ
    ১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
    ২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি প্রেরণ করতে হবে।
    ৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
    ৪। সম্পূর্ণ বাংলা ফন্টে, মোবাইল/কম্পিউটার টাইপকৃত ই-মেইল এর মাধ্যমে সংবাদ প্রেরণ করতে হবে।
    ৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
    ৬। কোন সংবাদ প্রেরণে দেরী করা যাবে না, রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।

    আবেদন পক্রিয়াঃ এক কপি সদ্য পাসপোর্ট সাইজ তোলা ছবি সহ আপনার CV/Resume টি আমাদের ই-মেইল ঠিকানায় পাঠান।ভোটার আইডি কার্ডের ১ম অংশ ও ২য় অংশ উভয় পাশ Scan করে একই মেইল এ পাঠাতে হবে অথবা জন্ম নিবন্ধনের Scan কপি পাঠাতে হবে।

    (বায়োডাটায় আপনার রিয়াল ফেইসবুক আইডির লিংক থাকতে হবে)

    আবেদন করার ই-মেইলঃ dailyalokito71sangbad@gmail.com
    আমাদের ওয়েবসাইট ভিজিট করতেঃ https:alokito71sangbadcom

    নিয়োগ প্রক্রিয়াঃ এই সকল নিয়ম মেনে যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক শুধু মাত্র তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। “আলোকিত ৭১ সংবাদ” পত্রিকায় নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনাকে ফোন কল অথবা বা ই-মেইলের মাধ্যমে “আলোকিত ৭১ সংবাদ” এর সাথে সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন কি না তা নিশ্চিত করা হবে।

    বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে “আলোকিত ৭১ সংবাদ” পত্রিকা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন তালিকা প্রকাশ করে থাকে।

    সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেয়া হবে,আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

    নিয়মিত সসর্বশেষ সকল খবর পেতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
    আলোকিত ৭১ সংবাদ

    বিস্তাতির জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুনঃ www.alokito71sangbad.com https:alokito71sangbad.com

    যোগাযোগ-

    মিসকাত হাওদালার, সহ-বার্তা সম্পাদক      ফোন:01721-119607

    সৈয়দ মাহমুদ শাওন, সহ-বার্তা সম্পাদক                ফোন: 01963-641478

    মো: মানিক, সাহিত্য-সম্পাদক                                ফোন: 01707-452387

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন-স্টাফ রিপোর্টার
    মোবাঃ 01636-724910

    ঢাকা অফিসঃ করিম টাওর্য়ার,আদর্শনগর,মধ্যবাড্ডা, গুলশান,ঢাকা-১২১২।

    কর্পারেট অফিসঃ পুরান ঢাকা,লালবাগ, ঢাকা-১২১১।

    আঞ্চলিক অফিসঃ সুতাং বাজার, শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ।

    আঞ্চলিক অফিসঃ জিরো পয়েন্ট, সুজানগর, পাবনা।

    হটলাইনঃ 01906-030302
    E-mail: dailyalokito71sangbad@gmail.com

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ