আলোকিত ৭১ সংবাদ পত্রিকা ও অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। শীঘ্রই শুরু হচ্ছে পত্রিকাটির ই-সংস্করণ। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় আলোকিত ৭১ সংবাদ পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
আলোকিত ৭১ সংবাদ–alokito71sangbad.com
এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা-উপজেলা পর্যায়ে (শুন্য থাকা সাপেক্ষে) কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইল:
dailyalokito71sangbad@gmail.com
shihabahmmed234@gmail.com
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
*প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট ।
**প্রার্থীর যোগ্যতা:
কমপক্ষে এইচ এস সি (অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য)
***আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ dailyalokito71sangbad@gmail.com
• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
*প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
• নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
• অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
বিঃদ্রঃ আলোকিত ৭১ সংবাদ পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। আলোকিত ৭১ সংবাদ পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন www.alokito71sangbad.com
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ https://www.facebook.com/dailyalokito71sangbad/ লাইক দিয়ে সঙ্গে থাকুন।
আগ্রহী প্রার্থীরা ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠান ই-মেইলেঃ
shihabahmmed234@gmail.com
dailyalokito71sangbad@gmail.com
নিয়োগ প্রক্রিয়ার ধাপঃ
প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চূড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে।
সর্বশেষ সম্পাদক কর্তৃক চূড়ান্ত হলে আপনার সাথে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে যোগাযোগ করা হবে।
আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে।
তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা
হবে।
এর পর চূড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে।
**আলোকিত ৭১ সংবাদ পত্রিকার পক্ষ থেকে নির্বাচিত প্রার্থীদের পেশাগত দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সকল প্রকার/আইনগত সহযোগিতার ব্যবস্থা
করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.