স্টাফ রিপোর্টারঃ
রবিবার (১৮ জুন ২০২৩) তারিখ বেলা ১১ ঘটিকায় ময়মনসিংহ ডিআইজি রেঞ্জ অফিসের সামনে ১০টি সাংবাদিক সংগঠন এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কর্মসূচি পালন করে। এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে দ্রুত বিচার আইনে নিষ্পত্তির দাবি জানান তারা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। ডিজিটাল আইনের সংশোধন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জেলা বিএমইউজে সভাপতি ওয়াহিদুজ্জান আরজু, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজাহারুল আলম, সহসভাপতি আসাদুজ্জামান তালুকদার, আসক ও বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি ময়মনসিংহ বিভাগের সভাপতি সুমন ভট্রাচার্য, দি ডিভিশনাল প্রেসক্লাব ময়মনসিংহের চেয়ারম্যান শেখ মোঃ ফুয়াদ, এনপিএস মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড, এটিএম মাহবুব উল আলম, এড, লিটন দাস, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সভাপতি সাইফুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকাশ, ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাজু আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শফিকুল বাসার, তসলিম সরকার, তারিকুল ইসলাম লিটন, রুবাইয়েত বাপ্পি, লিটন, আবুল বাসার লিংকন, নীহার রঞ্জন কুন্ডু, এড শফিকুল ইসলাম, সোলেমান মিয়া মহন, আবুল হোসেন, মুশারফ হোসেন, সুজন মিয়া, এসএম হোসেন আলী, জিয়াউর রহমান মিন্টু, নজরুল ইসলাম বাবু, মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম, আরিফুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর আলম সোহানুর রহমান, বিশু সাহা, মাহমুদুল্লাহ রিয়াদ, আনোয়ার তালুকদার, মমতাজ বেগম পপি, শাহ রেজাউল করিম রেজা সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, র্যাব ও পুলিশের অভিযানে ইতোমধ্যে নাদিম হত্যার প্ল্যানমেকার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১২জন গ্রেপ্তার হয়েছে। গতকাল ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন ২০২৩) তারিখ রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ২০২৩ তারিখ বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাংবাদিক নাদিম।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.