প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ১০:০৮:১৬ প্রিন্ট সংস্করণ
তথ্য চাইতে গেলে গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয় সাংবাদিকদের। নেতৃবৃন্দের হস্তক্ষেপে উদ্ধার। ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদসহ জিএমএর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসে জিএম ইছাহাক আলীর কাছে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তথ্য চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষেপে যান। আঙুল উঁচিয়ে বের হয়ে যেতে বলেন।
টেবিলের উপর থেকে ফাইল নিয়ে ছুঁড়ে মারেন সাংবাদিকদের দিকে। মেইন গেইটে তালা লাগিয়ে সাংবাদিকদের আটকে রাখার জন্য নির্দেশ দেন আনসার বাহিনীর সদস্যদের। পরে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দ গিয়ে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পল্লী বিদ্যুৎ এর জিএম ইছাহাক আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।